ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বসছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এ সংলাপ শুরু হবে।
ইসির সূচি অনুযায়ী, প্রথম পর্বের সংলাপ সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ পর্বে অংশ নেবে ছয়টি রাজনৈতিক দল—
দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ২টায় এবং চলবে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবে আরও ছয়টি দল—
ইসি সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অংশীজনদের মতামত সংগ্রহে ধারাবাহিক সংলাপ আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিনে দুই পর্বে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমানে দেশে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। এর মধ্যে বিএনপি ও জামায়াতের নিবন্ধন বহাল রয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
ইসির নেতৃত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে আজকের গুরুত্বপূর্ণ সংলাপে নির্বাচন প্রস্তুতি, প্রক্রিয়া এবং বিভিন্ন দলের মতামত উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকাটাইমস