Image description

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।আজ শনিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় বিভিন্ন মাহফিলে পদদলিত আহত হওয়ারও খবর রয়েছে। গত বছর যশোরে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজহারির মাহফিলে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে এ সময় পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর বিরতি দিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল দিয়ে বিভাগভিত্তিক মাহফিল শুরু করেন আজহারী। এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে মাহফিল করেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেন ইসলামিক বক্তা। আজহারীর প্রতিটি ওয়াজেই সাধারণ জনগণের ঢল নামে।