Image description

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই জামায়াত ইসলামী মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল চায় না দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

এ সময় খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া থাকতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেড আনতে হবে। জনগণ যদি চায় তবেই সেই দাবি পূরণ হতে পারে। অযথা রাস্তায় নেমে দেশকে অস্থিতিশীল করার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত সৃষ্টি হবে সেগুলো নিয়ে গণভোট করা যেতে পারে। আমাদের সংবিধানের সেভাবেই আছে। এরপরও আমরা বলেছি গণভোট ও জাতীয় নির্বাচন একইদিন হতে পারে। অথচ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি তোলা নিঃসন্দেহে দূরভীসন্ধিমূলক।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। কথা ছিল পরবর্তী সংসদ এই সনদ বাস্তবায়ন করবে। অথচ এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। আমাদের দেওয়া 'নোট অফ ডিসেন্ট' হারিয়ে গেল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেসব সংস্কার আলোচনার টেবিলেই ছিল না সেগুলো নিয়ে জামায়াতসহ কিছু রাজনৈতিক দল জলঘোলা করছে। যেসব বিষয়ে আলোচনা হয়েছে এর বাইরেও অনেক সংস্কার প্রস্তাব থাকতে পারে। তবে সেটার জন্য জনগণের মতামত নিতে হবে। জনগণ কি চাই সেটা প্রাধান্য দিতে হবে।

সংস্কারের ব্যাপারে বিএনপি সবার চেয়ে এগিয়ে উল্লেখ করে বিএনপি'র এই সিনিয়র নেতা বলেন, ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেন। পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে আগামীর রাষ্ট্র গঠন ও বিনির্মাণে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন। ঐকমত্য কমিশনে যেসব সংস্কার নিয়ে আলোচনা হয়েছে এগুলো বিএনপি আগেই প্রস্তাবনা দিয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের বেসরকারি খাতকে প্রাণ প্রাধান্য দেওয়া হবে জানিয়ে আমীর খসরু জানান, শুধু বিনিয়োগ করলেই হবে না। বিনিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শীর্ষনিউজ