দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি মুহূর্তেই গুটিয়ে নিরুদ্দেশ হয় মিছিলকারীরা।
এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মিছিলটি শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এতে অংশ নেন। অধিকাংশের মুখে ছিল কালো মাস্ক ও মাথায় হেলমেট। হাতে ছিল ব্যানার। ব্যানারে সিলেট জেলা ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট এমসি কলেজের সভাপতি দেলওয়ার হোসেন রাহি ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ। মিছিল শেষে দ্রুত সরে যান অংশগ্রহণকারীরা।
মিছিলের কয়েক ঘণ্টা পর দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে দেলওয়ার হোসেন লেখেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে। একই ভিডিও টেলেন্ট কান্তি দাশও তার নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।