Image description

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিরপুর ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাযার জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পায়ে ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।