Image description

বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২ সদস্যের একটি দল রংপুরে এসেছে। দলটির নেতৃত্বে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করে দলটি। 

মামলার সাক্ষী ছাড়াও ট্রাইব্যুনালের তদন্ত দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলীর সঙ্গেও পৃথকভাবে কথা বলেন।

রোববার রাতে তদন্ত দল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি ও কবর পরিদর্শন করে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এই হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তদন্ত দল পরিবারের যারা হত্যার ঘটনা সম্পর্কে জানেন তাদের এবং বাদীর জবানবন্দি নেয় বলে জানা গেছে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রসিকিউটর এসএম মইনুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শুধু আবু সাঈদ হত্যাকাণ্ড নয়, সব হত্যা মামলার বিচার যেন আন্তর্জাতিক মানের হয় তা নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে দায়ের করা হয়। সে কারণেই তদন্ত করতে দলটি রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা করা হবে। আইনি কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করবে আইনপ্রয়োগকারী সংস্থা।

ব্যারিস্টার মইনুল আরও জানান, আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সব শহিদদের নিহত হওয়ার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় অভিযুক্ত হবেন কি না এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মইনুল বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কি না সেটি তদন্ত শেষ না করে বলা যাবে না। তবে অভিযুক্তরা কোনোভাবেই হত্যার দায় এড়াতে পারবেন না। কেউ ছাড় পাবেন না। 

প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি ভিন্ন মামলা। আবু সাঈদ হত্যার ঘটনায় এর আগে যে মামলা হয়েছে সেই মামলা তার নিজস্ব গতিতে চলবে। সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কোনো প্রভাব ফেলবে না।

জানা গেছে, সোমবার সকাল ৯টা ৫ মিনিটে বেরোবির সামনে শহিদ আবু সাঈদ চত্বরে আসেন তদন্ত দলের সদস্যরা। তারা  যেখানে পুলিশ আবু সাঈদকে গুলি করে হত্যা করে সেই স্থান পরিদর্শন করেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুলি করার দৃশ্যের ভিডিও দেখে বিভিন্ন স্পট পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় ঘটনাস্থল সম্পর্কে ‘এস্কেচ ম্যাপ’ (নকশা প্রণয়ন) প্রস্তুত করে তদন্ত দল। 

পরে উপাচার্যের কনফারেন্স রুমে ঘটনাস্থলের এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে।