Image description
রাহাত

Tahmid Huzaifa 

দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে রাহাত ট্রিটমেন্ট এর জন্য আজ উড়াল দিচ্ছে আলহামদুলিল্লাহ। ও আহত হবার পর থেকে কি ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা ছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না।
দেশের ডাক্তার রা যখন ওর বিষয়ে বলছিল, দুই চোখের মধ্যে বাম চোখ আর রিকভার করার সম্ভাবনা কম, আমাদের তখন উৎকণ্ঠার শেষ নাই। যেকোনো মূল্যে দেশের বাইরে ওর ট্রিটমেন্ট এর জন্য আমরা উঠেপড়ে লাগলাম।কয়েকবার ভিসার আবেদন করেও সিলি কারণে ভিসা দেওয়া হচ্ছিলো না। শেষমেস প্রায় দুই মাস চেষ্টার পর ভিসা পাওয়া গেলো।
এরপর শুরু হলো আসল নাটক। জুলাই ফাউন্ডেশনে আমরা আবেদন করলাম, যেকোনো মূল্যে ওর উন্নত ট্রিটমেন্ট লাগবে, আনুমানিক খরচ ২৫ লক্ষ। ছাত্র উপদেষ্টাদের মাধ্যমে যাওয়া হলো, ফাউন্ডেশন থেকে বলা হলো সব খরচ ফাউন্ডেশন দিবে, জাস্ট নির্দিষ্ট ওয়ে তে এপলাই করা লাগবে। সব কিছু মেনে এপলাই করলাম, এদিকে ভিসার মেয়াদ চলে যাচ্ছে। বললো খুব দ্রুত পাওয়া যাবে, একটু ধৈর্য ধরেন। এরমধ্যে প্রায় ১৫ দিন যাওয়ার পর রাহাতের একাউন্ট এ ১ লক্ষ টাকা আসে ফাউন্ডেশন থেকে। আমরা তাদের ধরলাম, বলল বাইরে যাওয়ার জন্য মেডিক্যাল বোর্ড এর অনুমোদন লাগবে। অথচ রাহাতের ডাক্তার আগেই বলেছিলেন বাইরে নেওয়ার জন্য। তাদের কথা মতো মেডিক্যাল বোর্ড বসলো। এর মধ্যে ৩ মাসের ভিসার ১ মাস শেষ। ওর ফ্যামিলি কে মুখ দেখাতে পারিনা। মেডিক্যাল বোর্ড বলল ওর কোনও ট্রিটমেন্ট নাই, সুতরাং বিদেশ যাওয়া লাগবে না। আমরা আবারো এপ্রোচ করলাম, ফাউন্ডেশন থেকে আবারও আশ্বাস, সব টাকা ফাউন্ডেশন দিবে । বললো এবারের বোর্ড পসিটিভ রিপোর্ট দিবে। কিন্তু যেই দেখি সেই আগের বোর্ড, আগের আলাপ। আমরা প্রচণ্ড বিব্রত হলাম। ওর বাসায় বলেছিলাম ফাউন্ডেশন থেকে সব বেয়ার করবে, কিন্তু স্টিল ফ্লাইট তারিখ কিছু বলতে পারিনা।
আমরা সিদ্ধান্ত নিলাম আর দেরি করা যাবে না। ভিসার মেয়াদ আর ২০ দিন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফান্ড কালেকশন এ নেমে পড়লাম, বিশেষ ভাবে Md Abu Shadikভাই, Muhammad Anisur Rahman ভাই, Rezaul Karim Shakil ভাই নিজেদের সব কাজ বাদ রেখে সহযোগিতা করলো। এছাড়া অনেকে বিভিন্ন ভাবে পাশে থাকলেন। তাদের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ।
এই রক্তের উপর আজকে তার সরকার, উপদেষ্টা, তাদের রাজনৈতিক কার্যক্রম। অথচ চিকিৎসা আর বিচারের প্রশ্নে তারা কতটা উদাসীন। এই ফাউন্ডেশন নিয়ে আর কোনো আশা নাই। আমি শুধু ভাবি আমাদের এত উপরের লিঙ্ক লবিং থাকার পর ও এই অবস্থা, ওই রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিকদের যেন কি অবস্থা।
রাহাতের জন্য দুআ করবেন। কতটুকু কি হবে জানিনা, তারপর আমাদের চেষ্টা যেনো ওর সুস্থতার উসিলা হয় সেই কামনা।