Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে জামায়াত নেতা জাহিদুল ইসলামের দায়ের করা মানহানির মামলায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্ষোভ প্রকাশ করেছে। এ মামলাকে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০২৪ খ্রিষ্টাব্দের গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন চাপ সৃষ্টি ও ভিন্নমত দমনের প্রবণতা উদ্বেগজনক। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই ধরনের কর্মকাণ্ডের তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের অপরিহার্য উপাদান। তাই অধ্যাপক খান তাঁর স্বাধীন মত প্রকাশের কারণে হয়রানির শিকার হবেন না এই প্রত্যাশা করছি। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম বলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান একটি টকশোতে গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কিছু বক্তব্য দেন। সেখানে তিনি কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি। কিন্তু সেটিকে ইস্যু করে একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এটা তারা করতে পারেন না। কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে পাল্টা মতামত দেওয়া যেত, কিন্তু মামলা করা মানে স্বাধীনভাবে কথা বলার পথ রুদ্ধ করা।

 

তিনি আরো বলেন, এভাবে মামলা করা ফ্যাসিস্ট রাজনীতির অংশ। শেখ হাসিনার সরকারের মতো বিরোধী মত দমনের প্রবণতা এখনো বহাল রয়েছে। তারা যদি ক্ষমতায় আসার আগেই এমন আচরণ করে, তবে আমরা আশঙ্কা করছি ক্ষমতায় এলে তারা বিরোধীজোটের কাউকেই শান্তিতে থাকতে দেবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয় । মামলার বাদী অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।