জামালপুর সদর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
বুধবার (০৫ নভেম্বর) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাংগুনী ডাংঙ্গা এলাকার মো.মজনু মিয়া (২৫) ও মো.জহুরুল ইসলাম (৪০), একই ইউনিয়নের রান্ধনি গাছা এলাকার হানিফ খন্দকার (৫৯) ও মো. মমিন মিয়া (৪০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন আদালত।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, একই সঙ্গে প্রত্যেকজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’