Image description

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের কথা থাকলেও তা প্রকাশের সম্ভাবনা কম। তবে দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ বিসিএসের জন্য প্রায় দুই হাজার ৮০০ পদের চাহিদা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দুচি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৫০তম বিসিএসের জন্য প্রায় দুই হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পিএসসিতে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৭০০ এর বেশি ক্যাডার পদ। আর নন-ক্যাডারের জন্য প্রায় এক হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। নন-ক্যাডার পদের সংখ্যা কম বেশি করার সুযোগ রয়েছে।’

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘চলতি সপ্তাহে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নন-ক্যাডারের পদ যাচাই-বাছাই করতে হয়, সেজন্য চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুবই কম। তবে পিএসসি চেষ্টা করছে আগামী সপ্তাহের মধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার।’

বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এ ছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

উল্লেখ্য, সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১।