Image description
 

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সহকারী কোচ হিসেবে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরেদাঁড়ান।

 

আজ বুধভার সাংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেছেন, ‘আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারব। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি। পদত্যাগপত্র জমা দিলেও নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাব।’

আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

হঠাৎ করে চাকরি থেকে পদত্যাগের কারণ প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘কোচিং করানোটা আমার উপভোগের একটা জায়গা। মাঠই আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ না করতে পারি, তাহলে সরে যাওয়াই ভালো। আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না।’

গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের বেশ ভূয়সী প্রশংসা করে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেন।