Image description
 

সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। তবে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত লড়াইটা দেখাতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। ফলে ১০২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে সমতায় ফিরেছে আফগান যুবারা।

আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন রিফাত বেগ। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ফিরেন প্যাভিলিয়নে। এদিন হাসেনি অধিনায়ক তামিমের ব্যাটও। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

এই অবস্থা থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। তারা দুজনই হাঁকান অর্ধশতক। তাদের জুটিতে আসে ৯৩ রান। রিজান আউট হয়ে গেলে ভেঙে যায় জুটি। ৫০ বলে ৫২ রান করে আউট হন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান রিজান। শেষ ৩৫ রানে ৭টি উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এতে ১০২ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয় টাইগার যুবাদের।

 

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী আফগানিস্তানের। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে শুরুর সেই চাপ সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

 

আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিয়ান ফয়সালকে ফেরালে বাংলাদেশ ম্যাচে ফেরার আভাস দেয় যুবারা। ২১০ রানে ৫ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে পড়লেও শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন। তার ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ২৭৫ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশের পক্ষে বল হাতে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন।