Image description

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক নারীরা কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সহিসু আলমের মেয়ে সুবাইরা এবং সোনা আলীর মেয়ে জুহুরা বেগম।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে দুজন নারী পাসপোর্ট করতে আসেন। তাদের মধ্যে সুবাইরা ব্যাংক ড্রাফট, আবেদনপত্রসহ সব কাগজ জমা দেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, ব্যবহৃত ভোটার আইডিটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক নারীর নামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবাইরা ও জুহুরা স্বীকার করেন, এক ব্যক্তি তাদের সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে পাসপোর্টের ব্যবস্থা করে দেন। তবে তারা দাবি করেন, ওই ব্যক্তিকে তারা ব্যক্তিগতভাবে চেনেন না।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা উত্তম কুমার সাহা বলেন, আসলে আবেদনের মাধ্যমে এ ধরনের রোহিঙ্গাদের চিহ্নিত করতে বেগ পেতে হয়। যদিও চেহারা ও ভাষার মাধ্যমে অনুমান করে আমরা পাসপোর্ট গ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন করি। ওইসব প্রশ্নের মাধ্যমেই এমন রোহিঙ্গাদের চিহ্নিত করা সম্ভব হয়।

অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান জানান, এসবি ক্লিয়ারেন্স বন্ধ থাকায় এখন আমরা আরও সতর্কভাবে যাচাই করছি, যাতে কেউ ভুয়া কাগজপত্রে পাসপোর্ট নিতে না পারে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, দুজনই কুতুপালং ক্যাম্পের বৈধ নিবন্ধিত বাসিন্দা। তাই তাদের ক্যাম্পপ্রধানের কাছে হস্তান্তর করা হবে। ক্যাম্প থেকে তারা কীভাবে বের হয়েছেন, সে বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ