ইতিহাস রচনা করে নিউইয়র্কে মেয়র নির্বাচিত জোহরান মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। জয়ের পর তিনি বলেছেন, নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়াই করব, কারণ আমরা তোমরাই। ভবিষ্যত আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক ‘ডাইনেস্টি’কে পতন ঘটিয়েছি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ৩০ মিনিটের কম সময়ের বক্তব্যে মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘ডনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে- ‘টার্ন দ্য ভলিউম আপ’। অর্থাৎ কণ্ঠস্বর বাড়াও। আমাদের কেউকে আঘাত করতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। যদি কেউ একটি জাতিকে দেখাতে পারে যে ট্রাম্প দ্বারা কীভাবে প্রতারিত হওয়া যায় এবং তাকে পরাজিত করা যায়, তবে তা হলো সেই শহর যা তাকে গড়ে তুলেছে। আমি সেই দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাবো যা বিলিয়নেয়ারদের, যেমন ট্রাম্পকে, কর ফাঁকি দিতে এবং কর সুবিধা কাজে লাগাতে সক্ষম করেছে।’
মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানড্রু কুমোকে ব্যক্তিগত জীবনে ‘সেরা শুভকামনা’ জানান। বলেন, ‘এ রাতটি হোক শেষবার আমি তার নাম উচ্চারণ করেছি। কারণ আমরা এমন একটি রাজনীতি ত্যাগ করছি যা কয়েকজনের জন্য কাজ করে’।

নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি পরিবর্তনের ম্যান্ডেট, একটি নতুন ধরনের রাজনীতির ম্যান্ডেট এবং একটি শহরের ম্যান্ডেট দিয়েছেন, যা আমরা বাঁচাতে পারি। জয়ী ঘোষণার সময় তিনি বলেন, ১লা জানুয়ারি, আমি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব। নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর। অভিবাসীরা এই শহরকে গড়েছে, অভিবাসীরা এটিকে শক্তি যুগিয়েছে এবং এ রাত থেকে এটিকে নেতৃত্ব দেবে একজন অভিবাসী। আমরা সবাইকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।
ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক জওহরলাল নেহরু’র ‘ট্রিস্ট উইথ ডেস্টিনি’ ভাষণ উদ্ধৃত করে বলেন, ইতিহাসে বিরল মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের দিকে পা রাখি, যখন একটি যুগ শেষ হয় এবং যখন দীর্ঘ সময় ধরে দমনকৃত জাতির আত্মা প্রকাশ পায়। তিনি আরও বলেন, তার নির্বাচনী জয় সমস্ত নিউইয়র্কবাসীর জন্য, ট্যাক্সি চালক থেকে শুরু করে লাইন কুক পর্যন্ত। তিনি একটি গল্প শেয়ার করেন যেখানে তিনি সিটি হলে ১৫ দিন অনশন করেছিলেন ট্যাক্সি চালক রিচার্ডের সাথে। তিনি বলেন, আমার ভাই, এখন আমরা সিটি হলে আছি।
মামদানি আরও জানান, বিভিন্ন শ্রমজীবী মানুষের সঙ্গে তার কথোপকথন, দোকান মালিক থেকে নার্স পর্যন্ত, তার প্রচারণার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব দেয়া। তিনি বলেন, এই শহর তোমাদের শহর এবং এই গণতন্ত্র তোমাদেরও। তিনি পুনরায় তার সর্বজনীন শিশু যত্ন এবং বাড়ি ভাড়া কমানো প্রতিশ্রুতিগুলো উল্লেখ করেন। সমর্থকদের বলেন, এই অন্ধকার মুহূর্তে নিউইয়র্ক হবে আলো। তিনি প্রতিশ্রুতি দেন সব নিউইয়র্কবাসীর পাশে থাকবেন, এমনকি যারা তাকে ভোট দেয়নি তারাও।
বক্তব্যে তিনি তার মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে গ্রহণ করেন এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আমার মা ও বাবার প্রতি, আমি তোমাদের ছেলে হতে পেরে গর্বিত। আমি তরুণ এবং মুসলিম। মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই।