 
              নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। দেশের সব প্রবাসী ভোটার এবং কারাগারে থাকা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে তিন দিনের জেলা সফরের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মো. আনোয়ারুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাস থেকে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে পারবেন।
তিনি বলেন, কারাগারে থাকা আসামিদের জন্যও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কারাগারে থাকা ভোটাররাও নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হন।
নির্বাচন কমিশন বলেন, কমিশন ইতিমধ্যেই মাঠ পর্যায়ে নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি শুরু করেছে। এতে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিশন আশা করছে প্রবাসী ভোটার এবং কারাগারে থাকা ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এতে দেশের নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। চূড়ান্ত নির্দেশিকা ও বিস্তারিত তথ্য অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে, যাতে ভোটাররা সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। জনগণ যাতে ভোটকেন্দ্রে সহজে পৌঁছাতে পারে এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 