Image description
 

চিকিৎসা ক্ষেত্রে এক বিপ্লবী অগ্রগতি ঘটেছে—এবার তৈরি করা হয়েছে কৃত্রিম রক্ত, যা নিরাপদভাবে পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রচলিত রক্তের মতো এর মেয়াদ সীমিত নয় এবং এটি বিশেষ ফ্রিজিং বা কঠোর তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়। জরুরি পরিস্থিতিতেও এই কৃত্রিম রক্ত স্থির, নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য।

 

অক্সিজেন পরিবহন করতে সক্ষম এবং সকল রক্ত গ্রুপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কৃত্রিম রক্ত স্বাস্থ্যসেবার ধরন পুরোপুরি পরিবর্তন করতে পারে। হাসপাতাল, দুর্যোগ মোকাবিলা দল এবং প্রত্যন্ত ক্লিনিকগুলো এখন জীবনরক্ষাকারী রক্ত সরবরাহ নিশ্চিতভাবে রাখতে পারবে, মেয়াদ শেষ বা ঘাটতির চিন্তা ছাড়াই।

এছাড়া, এটি রক্তদাতার ওপর নির্ভরশীলতা কমাতে এবং অস্ত্রোপচার, দুর্ঘটনা বা মানবিক সংকটের সময় রোগীর সাফল্যের হার বাড়াতে সাহায্য করবে। সর্বজনীন ও দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে কৃত্রিম রক্ত নিশ্চিত করে, জরুরি মুহূর্তেও সাহায্য সদা প্রস্তুত থাকবে।

 

এই উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করেছে, যা একসময় কঠিন ও জটিল মনে করা হতো, আজ তা প্রায়শই জীবনরক্ষাকারী প্রযুক্তিতে পরিণত হয়েছে।