Image description

যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের ভয়াবহ হামলায় বুধবার গাজায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর ফিলিস্তিনিরা বলছেন, তারা এখন যুদ্ধবিরতিতে আশা হারিয়ে ফেলছেন। পাশাপাশি যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতারও হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেছে। তারা বলছে, পরবর্তী পরিস্থিতির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্র : আলজাজিরা

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,৫২৭ জন নিহত এবং ১,৭০,৩৯৫ জন আহত হয়েছে। ওই বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণেও ইসরায়েলে মোট ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ ইসরায়েলিকে বন্দি করা হয়েছিল। আরেক খবরে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি ভূমি পূর্ব জেরুজালেমের দক্ষিণাঞ্চলে ১ হাজার ৩০০ নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে অভিযান, জমি দখল ও বসতি স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তা দেওয়ার এক সপ্তাহ পার না হতেই এমন সিদ্ধান্ত নিল ইসরায়েলি সরকার।

এ ছাড়াও ট্রাম্পের ওই মন্তব্যের একদিন আগে দখলকৃত পশ্চিম তীর ও মালে আদুমিম আবাসন ব্লক সংযুক্ত করার দুটি প্রস্তাবিত আইনের প্রাথমিক অনুমোদনও দিয়েছে ইসরায়েলি সংসদ নেসেট। বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ২০২২ সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় ৪৮,০০০ বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে।