ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় জহির শেখ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম হাসামদিয়া গ্রামের ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সে পৌরসভার নুরপুর গ্রামের কুটি মিয়ার জামাতা ও মাদারীপুর শরিয়তপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, পশ্চিম হাসামসিয়া গ্রামের ভাঙ্গা সরকারি পাইলট স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, লাশের কোমরে থাকা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। শুক্রবার (৩১ অক্টোবর) মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হবে।
শীর্ষনিউজ