Image description

বাংলাদেশ থেকে জার্মান ভিসা আবেদনকারীদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সতর্কতায় জানানো হয়—সম্প্রতি কিছু প্রতারক নিজেদের দূতাবাসের প্রতিনিধির পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

 

দূতাবাস জানিয়েছে, এ ধরনের ভুয়া ইমেইল ও বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। তাই কোনো তথ্য প্রদান করার আগে প্রেরকের ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি সন্দেহ হয়, তাহলে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের যোগাযোগ ফরম ব্যবহার করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেয় তারা।

পোস্টে আরও বলা হয়, দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে সাধারণত স্বয়ংক্রিয় নোটিফিকেশন ইমেইল পাঠানো হয়—যেখানে শুধু নতুন বার্তা এসেছে তা জানানো হয়। ইমেইলের মাধ্যমে ভিসা আবেদন সংক্রান্ত কোনো ব্যক্তিগত তথ্য বা নির্দেশনা পাঠানো হয় না।

 

এর আগে জার্মান দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায়, দালালচক্র বা ভুয়া এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন জমা ও প্রক্রিয়াকরণের দাবি সম্পূর্ণ মিথ্যা। ভিসার সঠিক তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের অনুমোদিত সেবা প্রদানকারী ভিএফএস (VFS) ওয়েবসাইট দেখার আহ্বান জানিয়েছে দূতাবাস।