Image description
 

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্নের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পরে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।

ওই গৃহবধূ স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাসের (৩৫) সাথে এমন ঘটনা ঘটে। তিনি প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের "মা স্টোর" নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র দেড় মিনিটের মধ্যে তাঁর কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

গৃহবধু মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসেন। এসেই আমার পাশেই দাড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাঁদের হাতে দিয়ে দিয়েছি।

ওই গৃহবধূর স্বামী বিষু বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একই ভাবে গত তিনদিনে আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরো ঘটনা ঘটাবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি খোঁজ নিয়ে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শীর্ষনিউজ