
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতিপত্র জারি হওয়ার পর দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা জানান, আগামী নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন (ন্যূনতম ২০০০ টাকা)। এরপর জুলাই ২০২৬ থেকে এটি বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে।
তিনি বলেন, “আজকের দিনটি শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত শিক্ষকদের একটি বহুল প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে একজন সৌভাগ্যবান শিক্ষক ও উপদেষ্টা মনে করছি।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকরা সমাজে অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে—এমন বিশ্বাস থেকেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। বিভিন্ন মতভেদ, বিতর্ক ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ন্যায্য ও টেকসই সমাধানের দিকে এগিয়ে গেছে। নেপথ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এটি কারও একার জয় নয়। শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে এবং সম্মান, সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে আমরা এই সফলতা অর্জন করেছি।
সবশেষে শিক্ষা উপদেষ্টা সকল শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে বলেন, “এখন সময় শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারি—এটাই হোক আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রকৃত অর্জন।