
বাংলাদেশে কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। এ বিষয়টি ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি জানিয়েছে, নিজের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখার সুযোগ আছে। বাকি সব সিম বাতিল করতে হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে।
কীভাবে জানবেন নিজের নামে কয়টি সিম আছে?
১. মোবাইল থেকে *16001#
ডায়াল করুন।
২. জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন।
৩. ফিরতি এসএমএসে জানানো হবে আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে।
কীভাবে ডি-রেজিস্টার করবেন?
১. আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যান।
২. অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিন।
৩. প্রক্রিয়া শেষে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার হয়ে যাবে।
বিটিআরসি সতর্ক করেছে, যদি কেউ এই প্রক্রিয়া অনুসরণে ব্যর্থ হন, তাহলে অতিরিক্ত সিমগুলো দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
২০১৭ সালে কমিশন সর্বোচ্চ ১৫টি সিমের অনুমতি দিয়েছিল। তবে চলতি বছরের ১৯ মে থেকে এটি ১০টিতে নামিয়ে আনা হয়েছে।