Image description

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, নিবাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়।

রোববার সকালে পৌনে ১০টার দিকে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না।

তিনি বলেন, অতীতের মতো ভোট হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কোনো লোক নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।