Image description

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা আমদানিকৃত মালামাল।

স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে এতো সময় লাগা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। পাশাপাশি দীর্ঘসূত্রতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তারা।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান আলী আহাম্মেদ খান বলেন, অব্যাবস্থাপনা ও গাফিলতির কারণে এমনটা ঘটেছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেখান থেকে কোনো শিক্ষা নেয়নি তারা। এছাড়া, এই আগুন যদি কেউ লাগিয়েও থাকে তাহলে গোয়েন্দাদের গাফিলতি রয়েছে।

আরেক সাবেক মহাপরিচালক ব্রি. জে. (অব.) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমাদের ফায়ার ফাইটারদের দক্ষতার অভাব রয়েছে। এছাড়া, প্রতিটি অবকাঠামোয় অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় তাদের কোনোভাবেই ছাড়পত্র দেয়া যাবে না।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে।