Image description

রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক গণমাধ্যম কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, স্বর্ণময়ী শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

সম্প্রতি তিনি কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার লিখিত অভিযোগ করেছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক। স্বর্ণময়ী এ বিষয়টি মেনে নিতে না পেরে গলায় ফাঁস দেন। তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শীর্ষনিউজ