Image description
 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম নাসিমা বেগম (৫৫)। তিনি ইমাদপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে তুলসীডাঙ্গা বিলসংলগ্ন ফসলের মাঠ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী উৎস খুঁজতে বের হয়। এক পর্যায়ে হয়বতপুর গ্রামের গৃহিণী লিলি বেগম ধানক্ষেতে পড়ে থাকা এক নারীর লাশ দেখতে পান।

তিনি বলেন, ‘ধানক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার সময় নাক চেপে ধরতে হয়, এমন দুর্গন্ধ পাচ্ছিলাম। একটু এগোতেই দেখি একজন নারী মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন। ভয় পেয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। ‘

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে যায়। প্রথমে লাশটি উল্টানো না হওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা লাশটি উল্টে দেখে শনাক্ত করে যে এটি দুই দিন আগে নিখোঁজ হওয়া নাসিমা বেগমের লাশ।

নিহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, ‘আমার মা বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাইনি। আজ লাশ পাওয়ার খবর শুনে এসে দেখি এটা আমার মায়ের। ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।’

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, নির্জন এলাকায় একজন নারী কিভাবে ধানক্ষেতে পৌঁছালেন, তা রহস্যজনক। পুলিশ বলছে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।’

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাসিমা বেগম হার্ট অ্যাটাক বা অন্য কোনো অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

শীর্ষনিউজ