Image description
 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আগামীকাল বৈঠক করবে দলটি।

রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগের চারটি জেলার প্রায় ৭০ থেকে ৮০ জন মনোনয়ন প্রত্যাশী এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯ সংসদীয় আসনের মনোনয় প্রত্যাশীরা গণসংযোগ চালাচ্ছেন। প্রতিটি আসনের চার থেকে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছে। মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের নজরে আসতে প্রতিদিনই গণসংযোগ করছেন প্রার্থীরা।

সিলেট বিভাগে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, সিলেট বিভাগের চার জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগামীকাল বৈঠক করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসন থেকে সম্ভাব্য ২১ মনোয়নয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয়েছে। তার মধ্য রয়েছে সুনামগঞ্জ ১ আসনে থেকে সাবেক এমপি নজির হোসেন এর সহ ধর্মীনী সালমা নজির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটনসহ ছয় জনের নাম রয়েছে।

এছাড়া সুনামগঞ্জ-২ থেকে তিনজন, সুনামগঞ্জ-৩ আসন থেকে ৫ জন, সুনামগঞ্জ-৪ আসন থেকে ৪ জন ও সুনামগঞ্জ-৫ আসন থেকে ২ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয়েছে।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট জেলার ৬ টি সংসদীয় আসন থেকে ১৬ থেকে ১৭ জন মনোনয়ন প্রত্যাশী বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

এছাড়া হবিগঞ্জ জেলার ৪ সংসদীয় আসন ও মৌলবীবাজার জেলার চার সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে।

এই বিষয়ে সিলেট বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ জানান, সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী আগামীকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। সেখানে প্রার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

বিএনপির দলীয় সূত্র জানা যায়, সিলেট বিভাগের প্রার্থী নির্ধারণ ও যাচাই–বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত সব মনোনয়নপ্রত্যাশীকে ডেকে কথা বলার জন্যই বৈঠকটি তিনি আহ্বান করেছেন। বৈঠক থেকে মনোনয়নপ্রত্যাশীদের এ বার্তা দেওয়া হবে, দল সবকিছু বিবেচনায় নিয়ে যখন একক প্রার্থী ঘোষণা দেবে, তখন সব মনোমালিন্য ভুলে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।