Image description

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার তথ্য অনুযায়ী, টিউশন শেষে বাড়ি ফেরার পথে কমলাপুর এলাকায় তিনজন তাকে তুলে নিয়ে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

অভিযুক্তরা হলেন স্থানীয় সোহেল রোজারিও (৩৭), তিলক রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান শায়লা সোলায়মান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুক্তভোগী আমাদের বর্তমান শিক্ষার্থী নন। তিনি অনার্স সম্পন্ন করেননি বলে জেনেছি। তবে আমরা মাত্রই ধর্ষণের ঘটনা জানতে পেরেছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমরা করব।

এদিকে আজ শনিবার (১৮ অক্টোবর) ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মিরপুর ১২ বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই সাথে কমলাপুর গ্রামে বিক্ষোভ করেছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। এর আগে ধর্ষণের বিচারের দাবিতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ।