
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আটটি বিমান অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, প্রথম পর্যায়ে ঢাকা থেকে চারটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এরমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
বিকালের দিকে আরও চারটি ফ্লাইট- দুটি চট্টগ্রাম টু ঢাকাগামী অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পরিচালনায় কোনো ধরনের সমস্যা হয়নি। যাত্রীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। রাত ৯টা পর্যন্ত ঢাকা এয়ারফিল্ড বন্ধ ঘোষণা করায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।