
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম, জনপ্রিয় নাম হিরো আলম, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন।
হিরো আলম জানিয়েছেন, তালাকের আইনি কাগজপত্র প্রস্তুত করেছেন তার উকিল, এবং কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি সরকারিভাবে তালাকের কাগজপত্র পাবেন। তিনি আরও সতর্ক করেছেন, “যদি ভবিষ্যতে রিয়া মনিকে স্ত্রী হিসেবে দাবি করে মিডিয়ার সামনে আসে, তখন আপনাদের আমাকে জুতাপেটা করতে হবে।”
এর আগে শনিবার তিনি ফেসবুকে লিখেছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।”
তালাকের পর হিরো আলমের বিয়ে করার বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি তা অস্বীকার করেছেন। হিরো আলম বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমি আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আগে দুইটি বিয়ে করেছি, কিন্তু সবাই আমাকে ছাড়িয়ে স্টার হওয়ার নেশায় ব্যস্ত ছিল। তারা মুখে বলেছে, ‘আমরা তোমার সন্তানের মা হব’, কিন্তু অন্তরে শুধু নিজের স্টারডম। তাই সংসারটা ভালোভাবে এগোতে পারিনি।”
এই ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত জীবন এবং সন্তানের দায়িত্বের বিষয়টি ফোকাসে এসেছে, যেখানে তার বক্তব্যে স্পষ্ট যে, তিনি এখন শুধুমাত্র সন্তানের জন্য একজন দায়িত্বশীল সহপাঠী খুঁজছেন, ব্যক্তিগত সংসার নয়।