Image description

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সবগুলো মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। এসব মামলায় অজ্ঞাত পরিচয়ে প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।’

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে গত বৃহস্পতিবার গভীর রাতে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শতাধিক ব্যক্তি। এরপর সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন তারা। পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা রাত থেকে তাদের বোঝানোর পরও সরছিলেন না।

পরে শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ থেকে তাদের সরিয়ে দেয়া হয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় পুলিশের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং সড়কে টায়ার, কাঠ জড়ো করে আগুন জ্বালায় বিক্ষোভকারীরা। পাল্টাপাল্টি ধাওয়ার পর বৃষ্টির মধ্যে বিকালের আগে পরিস্থিতি শান্ত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করছেন বলে এক সংবাদ সম্মেলনে জানায় অবস্থানকারীরা। পরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।