
নতুন শুরুর প্রত্যয়ে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ছন্দে থাকা সাইফ হাসান। এরপর দ্রুতই বিদায় নেন সৌম্য সরকারও। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই জেইডেন সিলসের ডেলিভারিতে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ব্যক্তিগত ৪ রানেই থামতে হয় তাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ রান। শান্তর সঙ্গে উইকেটে আছেন তাওহীদ হৃদয়।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম বলে সাইফ হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করেন রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করে ফেরেন এই ওপেনার।