Image description

বাংলাদেশ সুপ্রিম কোর্টের টানা ৪৫ দিনের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। আগামীকাল রোববার (১৯ অক্টোবর) শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম। রীতি অনুযায়ী অবকাশকালীন ছুটির পর খোলার প্রথম দিন প্রধান বিচারপতি চা চক্র ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করবেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে এ আয়োজন করা হবে।

প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট বারের সভাপতিসহ সাধারণ আইনজীবীরা এতে উপস্থিত থাকবেন। এরপর বেলা ২টায় বিচারিক কার্যক্রম শুরু হবে।

এদিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার থেকে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬ বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন। এবার সবার নজর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার দিকে। ২১ অক্টো বপ্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ আরও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এই আইনের গেজেট প্রকাশ করা হয়।

পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।

শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন (লিভ গ্রান্ট) মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।

শীর্ষনিউজ