
বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কদম ফোয়ারা এলাকায় সমাবেশ করবেন তারা। এরপর শহীদ মিনারে ফিরে অনশন অব্যাহত রাখবেন শিক্ষকরা। দুপুরে কর্মসূচি উপলক্ষ্যে অনেকে আসছেন শহীদ মিনার এলাকায়।
আজ শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল করার এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি এক বার্তায় কর্মসূচির পরিকল্পনার বিষয়ে বলেন, ‘আমাদের কালো পতাকা মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আবার শহীদ মিনারে ফিরে আসবে।’
এর আগে দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকে লেখেন, ‘সবাই কালো পতাকা নিয়ে আসুন। ১২টা সময় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। সবাই চলে আসুন।’
সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের মূল বেদীসহ আশপাশে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আশপাশেও অবস্থান নিয়ে আছেন অনেকে। পাশাপাশি অনেককে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে আসতে দেখা যায়।
বেতনভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যেই শুরু হয় এ অনশন কর্মসূচি। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।