
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। তবে এখনও তারিখ চূড়ান্ত করা হবে। সে হিসেবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার বুয়েটের পরীক্ষা নেওয়া হবে। সদ্য গঠিত ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল দায়িত্ব গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আব্দুল জলিল আজ শনিবার (১৮ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে জানুয়ারি মাসের প্রথম দিকে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই ভর্তি কমিটির সভা করে তারিখ নির্ধারণ করা হবে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হবে তারিখ।’
এর আগে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া বলেন, ‘বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। কাউন্সিল সে তারিখ অনুমোদন করতে পারে কিংবা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।’