Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমানের ভাগিনা পারভেজ হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক পারভেজ রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর মহাদের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী এবং সম্প্রতি দুই মাসের ছুটিতে দেশে আসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে প্রেস ব্রিফিং পুলিশ সুপার মো. আকতার হোসেন জানায়, ঘটনার দিন পারভেজ ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। পরে বিষয়টি প্রকাশ পেয়ে যেতে পারে—এ আশঙ্কায় তিনি মামাতো বোন  মীমকে ও তার মামি জুলেখা বেগমকে হত্যা করেন। হত্যার পর পারভেজ হত্যায় ব্যবহৃত ছুরিটি পানিতে ফেলে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ সুপার জানান, সাত ভরি চার আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরে দুটি দোকান থেকে এক ভরি ও ঢাকা থেকে ছয় ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে পারভেজ পুরো হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর রাতে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর এলাকায় খামারবাড়ির পাশে এমন ঘটনা ঘটে।