Image description
 

এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেরিতে কেন্দ্রে পৌঁছে গেটে কান্নায় ভেঙে পড়েছিলেন শিক্ষার্থী আনিসা আহমেদ। তার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচিত শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন।

 

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থী আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন। প্রথম দিন দেরি করে আসায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারায় গড়ে তার পাশের মার্ক ওঠেনি।

 

এর আগে পরীক্ষার প্রথম দিন আনিসা দাবি করেছিলেন, তিনি মায়ের অসুস্থতার কারণে দেরিতে পৌঁছেছেন। কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তখন গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি, যা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

 

অনেকেই তখন মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে দাবি তোলেন। এমনকি অন্তর্বর্তী সরকারও বিষয়টি বিবেচনায় নেয়। তবে তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ না মেলায় আনিসাকে আর পুনরায় পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।

রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ ছিল তার পরীক্ষাকেন্দ্র।