
শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার দুপুর ২টা থেকে লাগাতার অনশন এবং রোববার থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার বিকেলে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, কৃষিকাজ করবো। আপনার ভিক্ষার চাকরি করবো না।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ২০ শতাংশ ছাড়া যাবেন না। ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ ছাড়া যাবেন না। আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতার একটা একটা লাশ যাবে।
তিনি আরো বলেন, ‘আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। আপনার সঙ্গে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম। এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এই মাস থেকেই দিতে হবে। লাখ লাখ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে খেতে পারেন, আগামী মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ৬ লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য ৩ হাজার কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি।