Image description
 

ঘুষ নিয়ে সহকারী নিয়োগ দেওয়া যশোরের বেনাপোল কাস্টমস হাউসের আলোচিত সেই নারী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শামীমা আক্তার ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কাযালয়, যশোর কর্তৃক গ্রেপ্তার হওয়ায় সরকারি চারকির আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
 

তার ৭ অক্টোবর থেকে তার এ বরখাস্তের বিষয়টি কার্যকর হবে। বর্তমানে দুদকের মামলায় শামিমা আক্তার কারগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্ব কর্মকর্তা শামীম আক্তার হাসিবুর রহমান নামে এক এনজিও কর্মীর মাধ্যমে ঘুষ লেনদেন করতেন। গত ৬ অক্টোবর দুদকের অভিযানে হাসিবুর রহমানকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

দুদকের অভিযোগ, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ক্ষমতার অপব্যবহার করে আমদানি পণ্যের শুল্ক মওকুফ করে দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন। এ কাজে তাকে সহায়তা করতেন হাসিবুর রহমান।