
২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ৯ জন বিডিআর সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
কারাগারটির সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিপ্রাপ্তদের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া একই মামলায় আরও চারজনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, যাচাই-বাছাই শেষে বিকেলে তাদেরও মুক্তি দেওয়া হতে পারে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ৯ জনের জামিনের নথি কারাগারে পৌঁছায় এবং প্রক্রিয়া সম্পন্নের পর আজ দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।