Image description
 

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফরেনসিক বিভাগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

মিরপুর ও পল্লবী এলাকা থেকে মরদেহ দাবিদার হিসেবে অনেক আত্মীয়-স্বজন হাসপাতালের মর্গে এসে ভিড় জমাচ্ছেন এবং তাদের আহাজারি ও কান্নায় এলাকা ভারী হয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরে স্বজনদের কাছ থেকেও সংগ্রহ করা হবে ডিএনএ-এর নমুনা। প্রক্রিয়াটি সিআইডি-এর ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে চলছে।

এদিকে, পরিচয় শনাক্তে বুধবার সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় করেছে স্বজনরা। প্রাথমিকভাবে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করা হবে না। পোড়া মরদেহের সঙ্গে অনেকে হাতে থাকা ছবিও মিলিয়ে নিচ্ছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। জেলা প্রশাসকের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তুলে দেওয়া হবে।’