
বগুড়ার শাজাহানপুরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক লীগের ১২ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বেতগাড়ী মোড়ে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, যোগদানকারীদের মধ্যে একজন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। তাকে শ্রমিক দল নেতাকর্মী সাজিয়ে যোগদান করানো হাস্যকর।
জামায়াতে যোগদানকারীরা হলেন- জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য আশরাফ আলী, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রি, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আবদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চাঁন মিয়া, শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর, রঞ্জু মিয়া এবং ১৩নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী ওরফে হারিকেন শাহজাহান।
বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াতের আমির মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
সাবেক ছাত্রনেতা শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম, জরজিস হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামীই দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রকৃত শক্তি। দলমত নির্বিশেষে ইসলামপ্রেমী সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে।
এদিকে জামায়াতে ইসলামীতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর যোগদানের খবরে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা বলেন, বিএনপির ১২ জনের জামায়াতে যোগদানের কথা বলা হচ্ছে। অথচ এদের মধ্যে শাহজাহান আলী শ্রমিক লীগের নেতা। তাকেও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা বলা হচ্ছে। জামায়াতের লোকজন তাকে পুলিশে না দিয়ে নিজেদের দলে নিয়েছেন। চাঁদাবাজিসহ অনেক অপকর্মের হোতা শাহজাহানকে পুনর্বাসন করছে; যা হাস্যকর। এতে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে জামায়াতের কারো বক্তব্য পাওয়া যায়নি।