
বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL)। জর্ডানের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি "তাস্কার অ্যাপারেল"-এ মেশিন অপারেটর পদে যোগদানের জন্য ৩০০ জন নারী কর্মী নিয়োগ করা হবে। উন্নত কর্মপরিবেশ ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা সম্বলিত এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
বেতন ও সুযোগ-সুবিধা
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত নারী পোশাককর্মীরা মাসিক ২১,৩১১ টাকা (মেশিন অপারেটর পদে) মূল বেতন পাবেন। বেতনের পাশাপাশি কোম্পানিটি কর্মীদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত করছে:
-
আবাসন ও খাদ্য: কর্মীদের জন্য বিনামূল্যে থাকা এবং তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা।
-
চিকিৎসা: প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা প্রদান।
-
বিমান ভাড়া: কর্মীদের জর্ডানে যাওয়া ও আসার বিমান ভাড়াও কোম্পানি বহন করবে।
-
কাজের সময়: দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুযোগ থাকবে।
যোগ্যতা ও শর্তাবলী
তাস্কার অ্যাপারেল কোম্পানিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
-
বয়স: আবেদনকারীর বয়সসীমা ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
-
অভিজ্ঞতা: পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত, প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় দক্ষতা এবং ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
-
চুক্তির মেয়াদ: প্রাথমিক চুক্তি তিন বছরের জন্য করা হবে, যা কর্মদক্ষতার ভিত্তিতে নবায়ন করা হতে পারে।
-
আইনগত শর্ত: জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে।
তবে, যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন, তাদের এই পদের জন্য আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বোয়েসেলের মাধ্যমে জর্ডানের এই স্বনামধন্য কোম্পানিতে কাজের সুযোগ বাংলাদেশের নারী শ্রমিকদের নিজেদের ভাগ্য বদলের একটি সেরা মাধ্যম হতে পারে।