Image description

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রুপসান, ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া।

ডিবি সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় হতে মো. রুপসানকে, ধানমন্ডি থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে, মুগদা থানাধীন টিটিপাড়া এলাকায় থেকে সাদ্দাম হোসেন আবিদকে ও পল্টন মডেল থানাধীন পুরানো পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন টিম।