Image description
 
 

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়েও কখনও হাল ছাড়েননি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই নির্বাচনে খালেদা জিয়াকে কি নির্বাচনী ভূমিকায় দেখা যাবে?

 

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “দেশের গণতন্ত্রের ইতিহাসে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। যতবার এই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, ততবারই তিনি গণতন্ত্রের পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়েছেন।”

 

খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, বিষয়টি সম্পূর্ণভাবে তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভরশীল। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছেন অসুস্থ অবস্থায়। তিনি যথাযথ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, তিনি অবশ্যই নির্বাচনে কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

 

নিজের ভূমিকা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সময় নিজেকে দূরে রাখতে পারব না। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন আমি মাঠেই থাকব, দেশের মানুষের সঙ্গেই থাকব।”

দলের শীর্ষ এই নেতা আশ্বস্ত করেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় সক্রিয় থাকবে, এবং সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণও থাকবে মাঠের রাজনীতিতে।