Image description

ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেয়া হবে।

আজ বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা বিজনেসের দ্বিতীয় অংশীজন সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না।

 
আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে।’

 

তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি-না তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কি-না তাও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কারো সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 
বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।’