Image description

গণপরিষদ না হলেও আগামী সংসদের সাময়িক একটি বিশেষ ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধান সংশোধনের জন্য বিশেষ এ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। 

আগামী সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাবে? এমন প্রশ্নের জবাবে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, এটা গণপরিষদ হবে না, সংসদই থাকবে তবে তার একটি ক্ষমতা থাকবে। এই ক্ষমতা হলো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির মতো। এটা গণপরিষদ হচ্ছে না কিন্তু তার একটি ক্ষমতা থাকবে। সাংবিধানিক যেসব মৌলিক সংশোধনের কথা আমরাা বলছি সেগুলো এই ক্ষমতা না থাকলে পরিবর্তন সম্ভব নয়। এ জন্যই তো আমরা গণভোটের কথা বলছি। 

সেই সংসদ কীভাবে পরিচালিত হবে এর ব্যাখ্যায় তিনি বলেন, এই সংসদের দুটি কাজ হবে। একটি কাজ হবে- রেগুলোর যে সংসদ হয় সেটির কার্যক্রম পরিচালনা করা। একইসঙ্গে তার আরেকটি দায়িত্ব থাকবে সাময়িক সময়ের জন্য- বাংলায় যাকে বলে গাঠনিক ক্ষমতা। এটি সব সময়ের জন্য না, সাময়কি সময়ের জন্য। এরমধ্যে সংবিধান সংশোধন করে সাধারণ সংসদ যেভাবে কাজ করবে সেভাবে করবে। এ ক্ষেত্রে সবাই প্রস্তাব করছে- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। একটা উচ্চকক্ষ থাকবে একটা নিম্নকক্ষ থাকবে। আমরা চিন্তা করছি আমরা এ কথা বলব- নির্বাচনের পর প্রথম যে অধিবেশন হবে সে অধিবেশনেই গাঠনিক পাওয়ার এপ্লাই করে সংবিধান সংশোধনের কথা যে বলা হচ্ছে সেগুলো সংশোধন করে এর যে কনস্টিটুয়েন্ট পাওয়ার সেটি আর এপ্লাই করার দরকার নেই। এরপর এ সংসদই উচ্চকক্ষ আর নিম্নকক্ষ হিসেবে স্বাভাবিকভাবে চলতে থাকবে। 

গণভোটের ধরণ কেমন হবে এমন প্রশ্নে শিশির মনির বলেন, এর আগে তো আমাদের দেশে গণভোট হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার সময় গণভোট হয়েছে। এগুলোতে সব বিষয় ধরে ধরে হয় না। জিয়াউর রহমানের সময় ছিল- প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত সব নীতি ও কর্মপদ্ধতির সঙ্গে আপনি একমত কি না, হ্যাঁ বলুন অথবা না বলুন। এরশাদ সরকারের আমলেও তাই করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে আসা হয় তখনও একই প্রশ্ন এসেছিল। কাজেই আগের তিনটি গণভোট যেভাবে হয়েছে এখনও সেভাবে হবে। বলা হবে- জুলাই সনদে অন্তর্ভূক্ত বিষয়গুলোর সম্পর্কে আমরা একমত কি না। জনগণ যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ আর যদি বলে না তাহলে না। এটি ধরে ধরে হবে না। পুরোটা একসঙ্গে হবে।