Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে; অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা নিয়ে সভা ডেকেছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়েও উদ্যোগ নিতে যাচ্ছে।  

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৯টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার এর সংখ্যা বাড়তে পারে। 

এ বিষয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা শীঘ্রই একটি সশরীরে মিটিং করব, সম্ভবত ইউজিসিতে। মিটিং শেষে পরবর্তী কার্যক্রম ও দায়িত্ব বণ্টন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকের পর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য জানা যাবে। চলতি মাসেই মিটিংটি করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, এর আগে যে পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছিল, সরকার চায় তারা আবার ফিরে আসুক। এ বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও আশা করছি। একই সঙ্গে নতুন যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি অনুমতি পেয়েছে, তারাও গুচ্ছ ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছি।