Image description

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংস্কার ও এসি লাগানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে ডাকসু নেতাদের জন্য এসির বরাদ্দ অনুমোদন হয়েছে। এ বিষয়ে জবাব দিয়ে মুখ খুলেছেন শিবিরের প্যানেল থেকে নির্বাচিত ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা।

তিনি বলেছেন, শুধু এসি নয়- আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাদটাও চমৎকারভাবে সাজাবো তিনটা থিমে।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

সর্ব মিত্র চাকমা ফেসবুকে লেখেন, শুধু এসি নয়, আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাদটা চমৎকারভাবে সাজাবো তিনটা থিমে, ডাকসুকে আরো আধুনিক করবো, যাতে শিক্ষার্থীদের প্রতিটা সেকেন্ড ডাকসুতে যাতায়াত থাকে, ডাকসুর সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধনটা আরো দৃঢ় হয়।

তিনি আরও বলেন, ডাকসু হবে শিক্ষার্থীদের মিলনমেলা। একটা কলম হারালেও যেন ডাকসুতে এসে বলে, ‘ভাই, আমার কলম হারিয়েছে!’