
রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে বাসের সব যাত্রী ও চালক-হেলপারকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। ফলে আগুনে বাসটি পুড়ে গেলেও কারও ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল সকালে সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলিফ পরিবহনের বাস পরিচালনা নিয়ে মালিকপক্ষের দ্বন্দ্ব রয়েছে। এ ছাড়া বাসটির রুটের বিভিন্ন পয়েন্টে চেকার বসানো নিয়েও নতুনভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সম্প্রতি এ বাস কোম্পানি কিছু কর্মী ছাঁটাই করেছে। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে কোনো একটি পক্ষ বাসে গুলি ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ বলছে, কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিন-চার জন জড়িত রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
ওই বাসের চালক ও যাত্রীরা জানান, সকাল ৭টার দিকে বাসটি যখন সেনপাড়ায় পৌঁছায় তখন চার-পাঁচ জন হাতের ইশারা দিয়ে থামাতে বলেন। চালক যাত্রী ভেবে বাসটি থামান। এরপর দুর্বৃত্তরা বাসে উঠেই চালক ও তাঁর সহকারীকে পেটাতে শুরু করে এবং তাদের বাস থেকে নামিয়ে দেয়। এতে যাত্রীরা ভয় পেয়ে যান। আতঙ্কে অনেকে বাস থেকে নেমে যান। বাকিদেরও বাস থেকে নেমে যেতে বলে দুষ্কৃতকারীরা। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নিচে থাকা একজন বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশের একটি টিমও ঘটনাস্থলে এসে অনেকের জবানবন্দি নেয়।
ডিএমপির কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সেনপাড়া মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। মালিকপক্ষের কেউ ক্ষুব্ধ হয়ে বাসটিতে গুলিবর্ষণ ও আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।